স্টাফ রিপোর্টার ॥ জেলা সরকারি গণগ্রন্থাগার হবিগঞ্জ আয়োজিত বিভিন্ন জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) জান্নাতুল আরা লিসা। এতে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান পরিমল শর্মা। রচনা, চিত্রাংকন, গল্প বলা, সুন্দর হাতের লেখা এবং বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com