স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুধু হবিগঞ্জই নয়, শুক্রবার বিকেল ৩টা ২২ মিনিটে রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দূরে। সিলেট ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ।
হবিগঞ্জ শহরের কয়েকজন জানান, ভূমিকম্পের মাত্রা এতটাই কম ছিল যে তা ভালভাবে টের পাওয়া যায়নি। তিন বন্ধু একসাথে গল্প করার সময় হঠাৎ ভূমিকম্প হলে একজন টের পেয়ে বলেন ভূমিকম্প হয়েছে। অন্য দুজন বলেন আমরা বুঝতে পারিনি। অপরদিকে, সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com