স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া এবং পৃষ্ঠপোষকতায় পরিচালিত সংগঠন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)’র কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কৃতি সন্তান শিল্পপতি দেওয়ান মাসুম রায়হান চৌধুরী পুনরায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় ঢাকার ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)’র কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ শাহিনুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু খানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেল ৩টায় ধানমন্ডির ধ্রুম রেস্টুরেন্টে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক শিল্পপতি দেওয়ান মাসুম রায়হান চৌধুরীকে পুনরায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিল শেষে নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
দেওয়ান মাসুম রায়হান চৌধুরীকে পুনরায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা, সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ শাহিনুর রহমান উজ্জ্বল ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু খান সহ আসাফো’র সকল নেতৃবৃন্দের প্রতি তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com