স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুরায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। শুক্রবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মডার্ণ রেস্টুরেন্ট, সাদ রেস্টুরেন্ট, ১টি জুতার দোকান, মাহি ভেরাইটিজ স্টোর, প্রভা মাল্টিমিডিয়া, ১টি ফার্মেসী, কম্পিউটার সার্ভিসিং সেন্টার, ২টি চায়ের স্টল ও ২টি সেলুন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে যে কোন রেস্টুরেন্টের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। পরে আগুন মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com