চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমন থেকে বাচাঁর জন্য সকলকে ঘরে থাকা এবং যারা জরুরী প্রয়োজনে ঘর বের হবেন তারা সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দিলেন সেনাবাহিনী। গতকাল সোমবার দুপুরে ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন মোঃ আসিফ ইকবালের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে এ প্রচারাভিযান চালায় সেনাসদস্যরা। এসময় তাদের সাথে ছিলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামসুদ্দিন মোহাম্মদ রেজা।
এসময় সেনাসদস্যরা মাইকে লোকজনকে নিরাপদ বা সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে পরামর্শ দেন। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে পরামর্শ দেন। প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মেনে চলারও আহবান জানান। এছাড়া সেনা সদস্যরা শহরের ফার্মেসী এবং কাচা বাজারের দোকানী ও ক্রেতাদের নিরাপদ দুরত্বে থেকে কেনা বেচার আহবান জানান।
এর আগে ক্যাপ্টেন আসিফ ইকবালের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন। এসময় সহকারি কমিশনার মিল্টন পাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোহাম্মদ রেজা উপস্থিত ছিলেন।