![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/Khokon_Baniyachong-Pic-29-03-2020.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র ২শ পরিবারের মাঝে ২মেঃ টন চাউল, ৪শ’ কেজি ডাল ও ৬শ’ কেজি আলু ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।
২৯ মার্চ রবিবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, কালের কণ্ঠ’র বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, যায়যায়দিন প্রতিনিধি শেখ জোবায়ের জসিম প্রমুখ।