স্বপন বনিক, আজমিরীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস (কেভিড-১৯) প্রতিরোধে সামাজিক দুরত্ব ও কোয়ারেনটান নিশ্চিত করতে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে প্রচারণা মূলক মাইকিং ও টহল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। গতকাল রবিবার সকাল ১১টা থেকে করোনা ভাইরাস প্রতিরোধ প্রচারনায় আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেঢ মোঃ মতিউর রহমান খানকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোঃ আদনান ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ও আজমিরীগঞ্জ থানা অফিসার ইণচার্জ মোশারফ হোসেন তরফদারের নেতৃত্বে পুলিশের একটি টিম। উল্লেখিত টিম সমূহ উপজেলার শিবপাশা, সদর, সৌলরী, কাকাইলছেও, জলসুখা ও নোয়াগড় বাজার সমূহে প্রচারনা মূলক টহল দেয়। প্রচারনায় সেনাবাহিনীর পক্ষ থেকে অযথা ঘুরাফেরা না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন মেনে চলাসহ সরকারি নির্দেশ মেনা চলার অনুরোধ জানিয়ে প্রচারনা চালায়। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খাঁন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন সম্মিলিত সচেতনতা মূলক প্রচারনা চালানো হয়।