সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী দিপু মনি সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল ধরণের কোচিং আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়। সরকারি আদেশ অমান্য করে লোক চক্ষুর আড়ালেই লাখাই উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে কোচিং বানিজ্য চলছে। বাংলাদেশ সরকার যেখানে-স্কুল, কলেজ,অফিস,আদালত ও গার্মেন্টস বন্ধ করে দিয়েছেন।  সেখানে আজও বন্ধ হয়নি কোচিং বানিজ্য। যার ফলে শিক্ষার্থীদের মধ্যে দিয়ে করোনা ভাইরাস সমাজে বিস্তার করতে পারে বলে অভিমত পোষন করেছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে সকালে লাখাই উপজেলার পূর্ববুল্লা, রাঢিশাল,মনতৈল,কালাউক,বামৈ, মোড়াকরি ও লাখাই গ্রামে অবৈধ ভাবে কোচিং চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কোচিং পড়োয়া ছাত্রের সাথে বুল্লা বাজারে কথা বলে জানা যায় যে সে মনতৈল গ্রামে কোচিং করার জন্য যাচ্ছে। পূর্ব বুল্লা গ্রামের একজন ছাত্রের সাথে রাস্তায় দেখা হওয়ার পর তাকে জিজ্ঞেস করা হলে তুমি কোথায় থেকে আসছ উত্তরে সে বলে আমি কোচিং থেকে আসছি।
তুমি কি জান না করোনা ভাইরাস প্রতিরোধের কারণে ঘর থেকে বাহির না হওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।