দায়িত্ব গ্রহণ করে মেয়র মিজান বললেন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপনির্বাচনে জয়ী মোঃ মিজানুর রহমান। রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে হবিগঞ্জ পৌরসভার জনাকীর্ণ সভাকক্ষে নতুন মেয়র মোঃ মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। দায়িত্ব গ্রহণকালে মিজানুর রহমান বলেন হবিগঞ্জ পৌরবাসী যে প্রত্যাশা নিয়ে আমাকে মেয়র পদে দায়িত্ব দিয়েছেন আমি সে প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন সকলের সহযোগিতায় আমি পৌরসভার সমস্যাগুলো একে একে সমাধান করে পৌরসভাকে আদর্শ ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, অর্পনা পালসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দায়িত্ব গ্রহনের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে পৌরবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে নতুন মেয়র মোঃ মিজানুর রহমানকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদ হতে পদত্যাগ করেন আলহাজ্ব জি, কে গউছ। ২১ জানুয়ারি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র-১ দীলিপ দাস। নির্বাচন কমিশন মেয়র পদে উপনির্বাচনের আয়োজন করে ২৪ জুন। উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান নির্বাচিত হন। ১১ জুলাই মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। পরে ১৪ জুলাই রবিবার সকালে মেয়র হিসেবে দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র মোঃ মিজানুর রহমান।