স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হলিমপুর জামে মসজিদ থেকে আতিক মিয়া (৫০) নামে এক মুসল্লীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। কেউ বলছেন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আবার কেউ বলছেন তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আতিক অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা ও ভাঙ্গারী ব্যবসায়ী। রবিবার সকাল ৮টায় বানিয়াচং থানার এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়দের বরাত দিয়ে এসআই আব্দুল করিম জানান, আতিক মিয়া গত শনিবার দুপুরে হলিমপুরে তার ভাই আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে যান। ওইদিনই জামে মসজিদে আছরের নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়েন। মাগরিবের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও আতিকের কোন সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয় মুসল্লীদেরকে নিয়ে দরজা ভেঙ্গে আতিকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বানিয়াচং থানায় খবর দেয়া হয়। তবে লাশ মাটিতে পা লেগে থাকায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আব্দুর রশিদের পুত্র মৃত আতিকের ভাতিজা ইব্রাহিম বানিয়াচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, এখনও কিছু বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com