১০-১৪ জুলাই পর্যন্ত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৮-১৯ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত হবিগঞ্জ সদর উপজেলার আলী ইদ্রিস হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে মেয়েদের কাবাডি এবং ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৪ জুলাই আলী ইদ্রিস হাই স্কুলের কাবাডি বালিকা ও হ্যান্ডবল বালক সিনিয়র দল চ্যাম্পিয়ান হয় এবং উভয় ইভেন্টে জুনিয়র দল রানার্সআপ হয়। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও শায়েস্তানগর পঞ্চায়েত সর্দার শহিদুর রহমান লাল। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত ও সুনাম অর্জন করতে পারে এবং একজন খেলোয়াড় কখনো নেশাগ্রস্ত ও অসামাজিক কাজে লিপ্ত হতে পারে না। তিনি আরও বলেন ২০৪১ সালে উন্নত বিশ্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে এবং তার দায়িত্ব থাকবে বর্তমান শিক্ষার্থীদের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল কোচ মোঃ আব্দুর রহমান, স্কুলের নির্বাহী কমিটির সদস্য নাহার আক্তার, অত্র স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমান, শেখ আইরিন আক্তার, আফজল হোসেন রনি, ইসরাত জাহান শেলী ও নাজমুল হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সকল শিক্ষার্থী ফাইনাল খেলা উপভোগ করে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com