স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দেশবাসীকে যুগ যুগ ধরে মুক্তির চেতনায় উজ্জীবিত করবে। এই ভাষণ ছিল বাঙালি স্বাধীনতার মহাকাব্য। আওয়ামী লীগ নয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক দলিল হিসেবে গ্রহণ করা হয়েছে। এজন্য আমরা আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোকে ধন্যবাদ জানাই। ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে শনিবার রাতে দলীয় কার্যালয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা এবং মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত করার জন্য জন্য দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। হত্যা করা হয় জাতির পিতাকেও। বর্তমানেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে অদম্য অগ্রযাত্রায় নিয়ে গেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতা রক্ষায় সকল আন্তরিক থাকতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মোঃ সজিব আলী, মোঃ মর্তুজা হাসান, মোঃ মর্তুজ আলী, আতাউর রহমান সেলিম, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জাকির হোসেন চৌধুরী অসীম, হুমায়ুন কবীর রেজা, মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, আব্দুর রহমান, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মোস্তফা কামাল আজাদ রাসেল ও ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট আতাউর রহমান। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভায় এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com