বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সভায় স্নিগ্ধা তালুকদার বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমাবেশে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন। এই ঘোষণা এসেছিল এমন এক সময়, যখন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বানের অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক নির্দেশনা। স্বাধীনতার যে ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন, তা বিদ্যুতগতিতে ছড়িয়ে পড়ে সারাদেশে।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, প্রভাষক আইয়ুব আলী, মাসুকুর রহমান মাসুক প্রমূখ।