![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/JUSNA.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের নিতাইচক গ্রামে জোসনা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে মুখে বিষ ঢেলে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী ও সতীন। মুমূর্ষ অবস্থায় জুসনাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজর জোসনাকে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
জানা যায়, ভাদৈ গ্রামের নিম্বর আলীর কন্যা জোসনা আক্তারের সাথে ওই গ্রামের রমিজ আলীর পুত্র তাজুল ইসলামের ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে বিভিন্নভাবে নিপীড়ন ও নির্যাতন করে তাজুল ইসলাম ও তার পরিবার। সম্প্রতি জোসনার অনুমতি না নিয়ে সদর উপজেলার আউশপাড়া গ্রামের সিরাজ মিয়ার কন্যা রুমেনাকে দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকেই জোসনার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। আহত জোসনা জানায়, শনিবার দুপুরে তাজুল ইসলাম ও রুমেনা তাকে জোরপূর্বক হাত-পা বেধে মুখে বিষ ঢেলে বাড়ির পাশে পুকুরে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর তাজুল ইসলাম ও রুমেনা বাড়ি থেকে সটকে পড়ে।