সুমন আহমেদ বিজয় ॥ ‘শিক্ষিত মা এক সুরভীত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই স্লোগান নিয়ে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বেগুনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। প্রায় ২২০ জন মায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিপূর্ণতা লাভ করে উক্ত মা সমাবেশ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শরীফ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহসিন মিয়ার উপস্থাপনায় শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি ও শিক্ষার গুনগত মান উন্নয়নে মায়েদের ভূমিকা শীর্ষক মা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়নের মহিলা সদস্য ও একজন সফল এবং আদর্শ মা হেনা রানী সরকার, উপজেলা স্কুল ফিডিং ম্যানেজার আব্দুল মমিন, বেগুনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব, নুরুজ মেম্বার, মাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব দুলাল রায়, বীর মুক্তিযোদ্ধা সুনীল সরকার, বিশিষ্ট মুরুব্বি মস্তু মিয়া তালুকদার, হাজী কবির হোসেন, মাহমুদ হোসেন খান ও ডাঃ জসিম উদ্দিন প্রমূখ।
প্রসঙ্গত, মা সমাবেশে হেনা রাণী সরকার একজন সফল ও আদর্শ মা হিসেবে ভূষিত হন। হেনা রাণী সরকারের ৪ সন্তানের মধ্যে ১ম সন্তান মনি রাণী সরকার পুলিশের এএসআই, ২য় সন্তান শিলা রাণী সরকার স্বাস্থ্য সহকারী, ৩য় সন্তান মুক্তা রাণী সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ৪র্থ সন্তান আশিষ সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। হেনা রাণী সরকার তার ৪ সন্তানের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেন।