বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল সকাল ৯টায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ ফণী ভূষন দাস, সমিতির সদস্য আশরাফ আলী খান, মেডিকেল অফিসার ডাঃ ওয়াহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সুদীপ রায়, মেডিকেল অফিসার ডাঃ নিলুফা ইয়াছমিন সুমি প্রমূখ। সভা পরিচালনা করেন অফিস সেক্রেটারী ফজলুল করিম। অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয়- হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার সকাল ৮টা হতে বেলা ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়। কিডনী ডায়ালাইসিস, ডিজিটাল এক্সরে, ডিজিটাল ই.সি.জি এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যন্ত সূলভ মূল্যে সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এছাড়া ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সকাল ১১টা হতে এড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ নিলুফা ইয়াছমিন সুমি, ল্যাব টেকনোলজিস্ট উত্তম কুমার, মোঃ লাইজু মিয়া, জিহাদ উদ্দিন চৌধুরী। এতে সহ¯্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি