স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উত্তরের হাওরে লক্ষ্মীবাওর সোয়াম ফরেস্টের কাছে কুশিয়ারা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ২টি মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ মামুন খন্দকারের ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল ৩টায় বানিয়াচং থানা পুলিশ ও তহশিলদার মোঃ মুজিবুর রহমানের সহায়তায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় বালু খেকোরা পালিয়ে যায়।
ইউএনও মোঃ মামুন খন্দকার জানান, ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী থেকে বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্তুপ করে রাখছিল একটি মহল। খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে বালু উত্তোলনকারীদের পাওয়া যায়নি। মেশিনগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।