স্টাফ রিপোর্টার ॥ শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভায় বিভিন্ন অধিদপ্তর ও সরকারি বেসরকারি পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিশেষ করে মসজিদের ইমাম, মোয়াজ্জিম, আনসার, পুলিশ, এনজিও ও সংবাদকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিতিদের মধ্যে কেউ কেউ জানান ইতোমধ্যেই ৯৯৯, ৩৩৩ এর কার্যকারীতা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং উল্লেখিত ১০৯ এর মাধ্যমে একাধিক বাল্য বিবাহসহ নারী-শিশু নির্যাতনের প্রতিকার সুনিশ্চিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ওসমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।