বানিয়াচঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম (সেবা) বলেছেন- একটি সুন্দর আদর্শ সমাজের জন্য একজন মায়ের ভূমিকা অপরিসীম। ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক একটি ভয়ানক ব্যাধি। এসব থেকে উত্তোরণের জন্য পুলিশের পাশাপাশি সমাজের নেতৃস্থানীয় এবং মা’সহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। যে কোনো ধরণের সামাজিক অবক্ষয় রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে ৯৯৯ নাম্বারে বিনামূল্যে ফোন দেয়ার আহবান জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। তিনি শনিবার সকাল সাড়ে দশটায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “সন্ত্রাস নারী নির্যাতন ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা” শীর্ষক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, আমবাগন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভূষন রায় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকাই বেশী গুরুত্বপূর্ণ। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। সমাজ থেকে সন্ত্রাস নারী নির্যাতনসহ যে কোনো ধরণের অন্যায় দূর করতে মায়েদের এগিয়ে আসতে হবে। সচেতন মায়েদের সন্তানরা কখনও সমাজে অমঙ্গল ডেকে আনতে পারে না। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক মা, সাংবাদিক, জনপ্রতিনিধি ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজ মিলনায়তনে দাঙ্গা, মাদক ও জঙ্গিবাদের কুফল এবং প্রতিকার করণীয় শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।