সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অপ্রাপ্ত বয়স্ক কিশোরী তুষ্টি রানী। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার উপজেলার ৫নং করাব ইউনিয়নের আগাপুর গ্রামের মুরানী সরকারের অপ্রাপ্ত বয়স্ক কন্যা তুষ্টি রানীর বাল্য বিয়ে হচ্ছে মর্মে সংবাদ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, ইউপি সদস্য ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের সমন্বয়ে কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। নির্দেশের পরিপ্রেক্ষিতে কনের পিতা মরানী সরকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মেয়ে তুষ্টিরানী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকারনামা ও মুচলেকা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার বাল্যবিবাহ বন্ধের কঠোর নির্দেশ প্রদান করে বলেন- বাল্য বিবাহ সমাজের একটি ব্যাধি। এ ব্যাধি প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।