হবিগঞ্জ শহরে নাগরিক সংহতি সমাবেশ

অবিলম্বে ব্যাটারি সকল অটোরিকশার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিকশা আটকানো বন্ধ রাখা, আটককৃত রিকশা শ্রমিকদেরকে অবিলম্বে ফেরত প্রদান এবং শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ, দূরত্ব অনুযায়ী অটো রিকশার ভাড়া নির্ধারণী চার্ট প্রদান, শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানী বন্ধসহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আর.ডি হল মাঠে এক নাগরিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন হবিগঞ্জ জেলা ও আন্দোলন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ব্যাটারি চালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ জেলার লাইন সেক্রেটারী শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম, আন্দোলন পরিচালনা কমিটির আইনী উপদেষ্টা অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি রাহিমুল ইসলাম চৌধুরী, ব্যাটারি চালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পৌর কমিটির সভাপতি লিলু মিয়া, সহ-সভাপতি আব্দুল জব্বার. ৯নং ওয়ার্ডের লাইন সেক্রেটারী মীর সুহেল রানা, গোপায়া ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক হীরা মিয়া, স্বেচ্ছাসেবকলীগ রিচি শাখার সভাপতি শেখ মোতালিব। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আহমেদ, হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশনের সভাপতি মনসুর আহমদ, শ্রমিকনেতা জলফু মিয়া, শংকর শুক্লবৈদ্য, ছালেক মিয়া, মাসুক মিয়া, সামছুর রহমান, বারিক মিয়া, সঞ্জব আলী, জামাল মিয়া, রফিকুল ইসলাম, গৌরাঙ্গ সরকার, সৈয়দ মিয়া, জাহির মিয়া, সফিক মিয়া প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- স্বার্থান্বেষী মহলের প্রয়োজনে অজ্ঞাত কারণে হবিগঞ্জ শহরে ব্যাটারি চালিত টমটমকে নাম্বার প্লেইট দিলেও ব্যাটারি চালিত অটোরিকশা নাম্বার প্লেইট দেওয়া হচ্ছে না। যার ফলে হবিগঞ্জ শহরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারি চালিত রিকশা আটকানো হচ্ছে। শ্রমিক রিকশা নিয়ে রাস্তায় নামতে পারছে না। তাই রিকশা শ্রমিক পরিবার অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে। অনেক শ্রমিক ব্যাংক থেকে ঋণ নিয়ে বা সুদে টাকা ধার নিয়ে রিকশা ক্রয় করেছে। এখন ব্যাংকের ঋণের কিস্তি বা সুদের টাকা পরিশোধ করতে না পারার কারণে শ্রমিকরা বাসাবাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ আগামী ১৫ মার্চ সকাল ১১টায় জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সকল শ্রমিককে উপস্থিত থাকার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি