বেকারী মালিক সমিতি ও মিষ্টি ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের মতবিনিময়

মিষ্টির প্যাকেটের ওজন ৮৫ গ্রামের নিচে রাখতে হবে
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সাথে হবিগঞ্জ বেকারী মালিক সমিতি ও মিষ্টি ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও হবিগঞ্জ বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ দেওয়ান মিয়া, মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়, প্রাইম ফুডস এর ম্যানেজিং ডিরেক্টর কয়েস আহমেদ, কাশফুল প্রতিনিধি মীর ফয়সাল, বনফুল এন্ড কোং প্রতিনিধি কামরুল হাসান সহ বিভিন্ন বেকারী ও মিষ্টি ব্যবসায়ীবৃন্দ।
সভায় সহকারী পরিচালক দেবানন্দ সিনহা তার বক্তব্যে বেকারীতে খাবারের অনুপযোগী রং ব্যবহার না করা, হাইড্রোজ ও এমোনিয়া ব্যবহার না করা, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ-মূল্য লেখা থাকা ও ড্রেনেজ সিস্টেম ঠিক করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি মিষ্টি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন জিলাপী তৈরিতে হাইড্রোজ ব্যবহার না করেন, মিষ্টি তৈরিতে যেন রং ব্যবহার না করেন। দই ও রসমালাইর মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ-মূল্য লেখা থাকার বিষয়ে ব্যবসায়ীদের অবগত করেন। মিষ্টির প্যাকেটের ওজন ৮৫ গ্রামের নিচে রাখার বিষয়ে পরামর্শ দেন। হবিগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ দেওয়ান মিয়া তার বক্তব্যে আগামী ১ এপ্রিলের পর হবিগঞ্জের মিষ্টির দোকানগুলোতে ৮৫ গ্রামের উপরে মিষ্টির প্যাকেটের ওজন পাওয়া যাবে না বলে আশ্বাস দেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।