আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা মাসিক সমন্বয় সভা বর্জন করেছেন উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান।
সূত্র জানায়, কিছুদিন পূর্বে ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানগণ আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে মাসিক সমন্বয় সভা শুরু হয়। সভায় উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত হন। এ সময় ইউপি চেয়ারম্যানগণ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেন। ইউপি চেয়ারম্যানরা জানান, যে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে, সেই উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে আমরা কোন সভায় আর অংশগ্রহন করবো না। এই কথা বলেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা হলরুম ত্যাগ করে চলে যান। এ সময় আজমিরীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার ষিয়টি মিমাংসা করার চেষ্টা করেন। কিন্তু চেয়ারম্যানরা তা মেনে নেননি। এ তথ্য নিশ্চিত করেন শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com