স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে প্রেমের টানে পালিয়ে বিয়ে করেছেন খালা-ভাগিনা। ঘটনাটি এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, তকবাজখানী ও রঘুচৌধুরী পাড়া মহল্লার সর্দার আব্দুস শহিদের কন্যা বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার (১৫) সম্প্রতি তারই ভাগিনা উপজেলার ১নং ইউনিয়নের পুরানবাগ গ্রামের জাহের আলীর পুত্র বৃন্দাবন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবেদ আলী ওরফে আশিক (১৮) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আবেদ আলী সম্পর্কে আব্দুস শহিদ মিয়ার আপন ভাগনির ছেলে, অর্থাৎ শহিদ মিয়ার নাতি হলো আবেদ আলী। নানার বাড়িতে বেড়াতে আসা যাওয়ার সুবাদে আবেদ আলী ও তারই খালা শারমিন আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা দু’জন পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com