স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুলতানপুরে স্বামী পরিত্যাক্তা এক যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার বড় ভাই রফিক জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার কাপড় ব্যবসায়ী আনিসুর রহমান তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার বোন এতে সাড়া দেয়নি। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে আনিসুর রহমান তার বোনের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ধর্ষণ করে। পরে তার শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে আনিসুর রহমান পালিয়ে যায়। বিষয়টি দিনভর রফা-দফার চেষ্টা করে কোন সমাধান না হওয়ায় গতকাল বিকেলে সে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ রকম কোন ঘটনা ঘটলে ধর্ষিতার পুলিশের মাধ্যমে ডাক্তারী পরীক্ষা হবার কথা। যেহেতু সে সরাসরি হাসপাতালে ভর্তি হয়েছে এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com