মাধবপুর প্রতিনিধি ॥ শীতের হিমেল হাওয়ায় নানান স্বাদের পিঠা নিয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আল-হিকমাহ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। মঙ্গলবার সকালে নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, জয়যাত্রা টেলিভিশনের মাধবপুর প্রতিনিধি জামাল মোঃ আবু নাছের, সাংবাদিক কেএম শামছুল হক, আল হিকমা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সাদমান জহির, আব্দুল বাছির রাজা। মেলায় বিভিন্ন স্টলে নকশি পিঠা, কাদম পিঠা, ডিম পানথোয়াসহ প্রায় ৮৩ রকমের পিঠা প্রদর্শন করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com