সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ঐতিহ্যবাহী সিংগ্রামে সিংহগ্রাম মাইজহাটি রৌপ্যকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সিংহগ্রাম মাইজহাটি নিউ ফিল্ড মাঠে মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাব বনাম ভাদিকারা শেখ ভানু শাহ একাদশের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ভাদিকারা শেখ ভানু শাহ একাদশ ৩৩ রানে বিজয়ী হয়। খেলা শেষে লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লাখাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগ নেতা বুল্লা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মাসুকুর রহমান মাসুক, রফিক মিয়া তালুকদার মেম্বার, আশরাফুল ইসলাম, শের আলম, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, তরুণ সমাজসেবক জিয়াউর রহমান জনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এমদাদুর রহমান এমদাদ, হারুন মেম্বার, সোহেল রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাব টসে জিতে ভাদিকারা শেখ ভানু শাহ একাদশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ভাদিকারা শেখ ভানু শাহ একাদশ ১৪২ রানে অলআউট হয়। ১৪৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে স্বাগতিক সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাব ১১০ রানেই অলআউট হয়ে যায়। ফলে ৩৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভাদিকারা শেখ ভানু শাহ একাদশ। ম্যাচ পরিচালনা করেন বুল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশিক আহমেদ রাজিব ও কালাউক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হক। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫৫ রান সংগ্রহ করেন সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাবের ওপেনিং ব্যাটস্ম্যান আনিসুজ্জামান বাপ্পি। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ উইকেট লাভ করেন সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাবের বোলার আসাদুজ্জামান আরিফ। ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাবের অলরাউন্ডার মিঠু তালুকদার।