স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রাম থেকে আনু মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আলফু মিয়ার পুত্র। শুক্রবার সকালে সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে একই গ্রামের সুলেখা আক্তার নামে এক মহিলাকে বিয়ে করেন আনু মিয়া। তাদের কোল জুড়ে সুফিয়া আক্তার নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। সম্প্রতি সুলেখা তার পিত্রালয়ে বেড়াতে যায়। বৃহস্পতিবার রাতে ইকরাম ফকির বাড়িতে বাউল গানের আসর বসে। সারা রাত বাউল গান উপভোগ করে ভোর রাতে আনু বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকা-ডাকি করেন। কিন্তু ভেতর থেকে আনু’র কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com