স্বপ্ননীলা সঞ্জয় বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ শেখার পাশাপাশি মায়ের কাছ থেকে গানের স্বরলিপি শেখা শুরু। পরে নিজেকে আরো শানিত করে নিতে অভিমন্য রায়ের কাছে গানের তালিম নেয়। সে গানের শিল্পী হলেও অভিনয়ে রয়েছে তার দক্ষতা। তাই অভিনয়ের মাধ্যমে দর্শকমন জয় করে সে অর্জন করে নিয়েছে মঞ্চকুড়ি পদক। সে হবিগঞ্জের স্বনামধন্য নাট্য সংগঠন খোয়াই থিয়েটারের ‘সুন্দরম’ এর ক্ষুদে নাট্যশিল্পী। সে তার শিশু সংগঠনের হয়ে ‘তোতা কাহিনী’ নাটকে অভিনয় করে হবিগঞ্জ, চুনারুঘাট এবং ঢাকার মঞ্চ মাত করেছে। ২০১৯ সালে ঢাকা শিল্পকলা একাডেমীতে ২০ থেকে ২৮ সেপ্টেম্বর চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে মঞ্চ কুড়ি পদক ২০১৯ লাভ করেছে। তার অবসর সময় কাটে টিভি দেখে, গল্পের বই পড়ে, গান ও খেলাধুলা করে। তার প্রিয় খাবার মাংস বিরিয়ানী। প্রিয় ফল আম, প্রিয় ফুল গোলাপ আর প্রিয় রং গোলাপী। সে আনন্দঘন মুহূর্তে পিন্ক রংয়ের জামা পরতে পছন্দ করে। তার প্রিয় গান ‘আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরিঘিরি, গাহিবে গান’। তার পিতা সঞ্জয় কুমার রায় ও মা রীমা রানী রায় বেসরকারি চাকুরিজীবী। স্বপ্ননীলা ভবিষ্যতে লেখাপড়া করে বিজ্ঞানী হতে চায়। গাছ পালা প্রকৃতি নিয়ে গবেষণা করে ওষুধ আবিষ্কার করতে চায়। যা মানুষের কল্যাণ বয়ে আনবে। এজন্য সে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে। স্বপ্ননীলার স্বপ্ন সফল ও সার্থক হোক দৈনিক হবিগঞ্জের মুখ পরিবারের পক্ষ থেকে এ শুভ কামনা রইল।
-মঈন উদ্দিন আহমেদ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com