বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে বানিয়াচং উপজেলা প্রেসক্লাব নেতেৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় এমপি প্রয়াত সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হাফেজ সিদ্দিক আহমদের নীতিকে অনুসরণ করে চলার জন্য বর্তমান প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কোন এক সময় বানিয়াচঙ্গে হাফেজ সিদ্দিক আহমদ ব্যতিত সাংবাদিকও ছিল না, অন্য কোন প্রেসক্লাবও ছিলনা। এখন সংখ্যায় অনেক সাংবাদিক বেড়ে গেছে। যে কারণে অনেকেই অনেক মত পথে চলছেন।
তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার কামনা করেন। শুক্রবার সন্ধ্যায় এমপি মজিদ খাঁনের বাসভবনে বানিয়াচং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ঠা ও জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহ-সভাপতি এম এ তাহের, জাহেদ মিয়া, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, প্রেসক্লাবের সদস্য মোশাহেদ মিয়া, যুগ্ম সম্পাদক এমদাদুল হোসেন, দেওয়ান সুমন রাজা, প্রেসক্লাব সদস্য শেখ জোবায়ের আহমদ, অর্থ সম্পাদক উমর ফারুক শাবুল, দপ্তর সম্পাদক আল আমিন খাঁন প্রমূখ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com