চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। প্রধান শিক্ষক আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক। এতে সংবর্ধনা প্রদান করা হয় প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাস্টার, অধ্যক্ষ রফিক আলী, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুল মতিন মাস্টার, হারুনুর রশীদ, রসির আহমেদসহ ১৯জন প্রধান ও সহকারী শিক্ষককে।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের, প্রধান শিক্ষক ফরিদ মিয়া, আব্দুুল মালেক, সহকারি শিক্ষক তৈয়বা খাতুন, আব্দুল মালেক, আহাদুজ্জামান খান, শেখ জামাল আহমেদ, সাইফুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com