স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে এরা সঙ্গবদ্ধ হয়ে শহরের অলি-গলিতে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই দরজা-জানালা ভেঙ্গে দামী জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গত বুধবার সন্ধ্যায় টাউন হল রোড এলাকার অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু’র বাসার টেবিল থেকে ২ টি দামী মোবাইল নিয়ে যায় চোরেরা। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তানগর রুপনগরে পুলিশ সদস্যের ভাড়া বাসা থেকে চুরি করে মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
সূত্র জানায়, রাজনগর, শায়েস্তানগর, শ্যামলী, পুরান মুন্সেফী, স্টাফ কোয়ার্টার, কলেজ কোয়ার্টার, টাউনহল রোডসহ বিভিন্ন আবাসিক এলাকায় নেশার টাকার জন্য মাদকাসক্তরা চুরি সহ বিভিন্ন অবৈধ কাজকর্ম করে। ফলে থেকে যায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর ধরা-ছোয়ার বাইরে। বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, ‘সন্ধ্যা নামলেই শহরের বিভিন্ন স্থানে দলবদ্ধ যুবকরা অহেতুক আড্ডা জমিয়ে নেশার টাকা সংগ্রহের জন্য চুরি-ছিনতাইয়ের পরিকল্পনা করে। যদি পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতো তাহলে এসব চুরি-ছিনতাই বন্ধ হয়ে যেতো। সদর থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, ‘পুলিশ সতর্ক রয়েছে এবং সন্ধ্যা থেকেই বিভিন্ন স্থানে পুলিশের কিলো গাড়ি টহলের মাধ্যমে তৎপর থাকে’।