শুক্রবার বিকেল ৫টায় হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী সংলগ্ন ইসলামনগর আবাসিক এলাকায় সামাজিক উন্নয়ন কমিটির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মোঃ মনজিল মিয়ার সভাপতিত্বে ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছারের পরিচালনায় স্মরণসভায় বক্তৃতা করেন মোঃ শেকুল মিয়া, মোঃ নানু মিয়া, খন্দকার মোঃ নাসির উদ্দিন, মোঃ এনামুল হক, মোঃ তানসেন মিয়া, মোঃ আতাউর রহমান প্রমুখ। বক্তাগণ সামাজিক উন্নয়ন কমিটির সভাপতি ও বানিয়াচং উপজেলার সাবেক শ্রেষ্ঠ শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল মোনায়েমের জীবদ্দশার বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য, আলহাজ্ব মোঃ আব্দুল মোনায়েম গত ৭ ডিসেম্বর স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com