হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে আজ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কংগ্রেসে সভাপতিত্ব করবেন যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি চয়ন ইসলাম। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে। নেতারা জানিয়েছেন, যুবলীগের ইতিহাসে কোনো জাতীয় সম্মেলনেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়নি। সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাই নতুন নেতৃত্ব চূড়ান্ত করবেন। সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেট, অতিথিসহ প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকতে পারেন বলে যুবলীগের একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে হবিগঞ্জেও যুবলীগ নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা গেছে। ইতোমধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।
এবারই প্রথম যুবলীগের নেতাদের বয়সসীমা বেঁধে দেয়া হয়েছে। সে ক্ষেত্রে ৫৫ বছরের বেশি বয়সী কারও নেতৃত্বে আসার সুযোগ নেই। এ সুযোগে ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতাদের অনেকেই চেষ্টা চালাচ্ছেন যুবলীগের শীর্ষ পদে আসতে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com