স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক, ব্যবসায়ী কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর স্টিকার লাগিয়ে অনেক মোটর সাইকেল চলছে হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকায়। এমন স্টিকারযুক্ত মোটর সাইকেল দেখলে যে কেউ সম্মান করে থাকে। দূর থেকে পুলিশ কিংবা ট্রাফিক পুলিশ এমন স্টিকারযুক্ত মোটর সাইকেল দেখলে সাধারণত তারা ওই সাইকেলকে দাঁড় করিয়ে কাগজপত্র দেখেন না। এ সুযোগটিই নিচ্ছে চোরাই কিংবা রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেলের মালিকরা। বিষয়টি বুঝতে পেরেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। হবিগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন চোরাই মোটর সাইকেলে সাংবাদিক ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর স্টিকার লাগিয়ে ব্যবহার করছে। এছাড়া অধিকাংশ মোটর সাইকেলেরই চালকদের ড্রাইভিং লাইসেন্স নাই। তাই কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ চোরাই মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করে। এ সময় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১০টি মামলা দেয়া হয়। গতকাল বুধবার সদর থানার এসআই জহির উদ্দিন বিভিন্ন এলাকায় অভিযান করেন। এ অভিযান প্রতিদিন চলবে বলে জানিয়েছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com