মোশাহেদ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভোলায় মহানবীকে কটুক্তিকারির ফাঁসির দাবিতে বানিয়াচংয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আছরের নামাজের পর বড়বাজার শাহজালাল মার্কেট এলাকায় আলেম-উলামার আহ্বানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুখলিছউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফি, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ছুফি আহমদ, মাওলানা বশির আহমদ, মাওলানা মোকারম হোসাইন, মাওলানা আবুল আহমদ প্রমুখ। ভোলার বোরহান উদ্দিনে মহানবী মুহম্মদ (সাঃ) এর অবমাননাকারির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও বহু সংখ্যক মুসল্লি আহতের ঘটনায় বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com