জানমালের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করে বিপাকে পড়েছেন বাদী আবুল হোসেন। বিবাদীরা তাকে হুমকি দিয়ে বেড়াচ্ছে প্রকাশ্যে দিবালোকে। নিজের জান-মালের নিরাপত্তা চেয়ে আবারো নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর গ্রামের জহির আলীর পুত্র আবুল হোসেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন- নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র নাবিদ মিয়া, সুয়েদ মিয়া ও জাসেদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলছে বাদী আবুল হোসেনের। যার কারণে গত বছরের ৩০ অক্টোবর নবীগঞ্জ থানায় তিনি একটি সাধারণ ডায়েরী করেন। এরপর থেকে তাকে রাস্তাঘাটে একা পেয়ে খুন করে গুম করার হুমকি দিয়ে আসছে উল্লেখিত লোকজন। পরে ঘটনাটি উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে বিচার-শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার চেষ্টায় ব্যর্থ হন অভিযোগকারী আবুল হোসেন। বিচার শালিসের বিষয়টি না মেনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নাবিদ মিয়া তার হাতে থাকা দা দিয়ে প্রাণে মারার উদ্দেশ্যে এগিয়ে আসলে আবুল হোসেন জানমালের ভয়ে চিৎকার করে দৌঁড়ে গিয়ে রক্ষা পান। এ সময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে সেখান থেকে উদ্ধার করার পরও নাবিদ তার ভাইদের নিয়ে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে তাকে সুযোগ মতো পেলে খুন করবে নইতো মিথ্যা মামলা করে হয়রানি করার হুমকি দিয়ে যায়। পরে আবুল হোসেন নিজের জানমালের নিরাপত্তা চেয়ে নাবিদ ও তার ভাইদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।