মাধবপুরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে চিকিৎসা সেবায় অতিরিক্ত পরীক্ষার ফি আদায়, রিপোর্টের গুণগত মান নি¤œ এবং রোগীর তথ্য সংরক্ষণে অসঙ্গতি থাকায় ঢাকা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, মাধবপুর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং গ্রিন লাইভ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালীর অভিযোগে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমানকে (৪০) ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডিত এখলাছুর রহমান পৌর শহরের সবুজবাগ এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর নেতৃত্বে উপজেলা সদরের ৩টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম বলেন, উপজেলায় স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণ এবং জনগণের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হবে। অনিয়মকারী কাউকে ছাড় দেওয়া হবে না।