বানিয়াচং প্রতিনিধি ॥ ‘‘হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বানিয়াচং অফিসের আয়োজনে দিবসটি পালনে প্রাথমিকের শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে ধোয়া শিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় এসিল্যান্ড মোঃ ইসমাইল রহমান প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষণ কার্যক্রম পর্ষবেক্ষণ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়ায়। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com