প্রকৃতি স্বাভাবিক নিয়মে চলতে পারছে না। জলাবায়ু পরিবর্তনে অপ্রত্যাশিত ভাবে নদী ভাঙন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এছাড়াও হবিগঞ্জে গাছ, পাহাড়-টিলা কেটে, নদী, হাওর, জলাশয়, দখল-দূষণ করে একশ্রেণির মানুষ পরিবেশ বিধ্বংসী কর্মকা- চালিয়ে যাচ্ছে। বাস্তুচ্যুত হচ্ছে মানুষ, প্রাণ প্রকৃতি ধ্বংস ও কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। খোয়াই, পুরাতন খোয়াই, কুশিয়ারা, সুতাং, শাখা বরাক নদীসহ এই অঞ্চলের নদ-নদী, হাওর, টিলা-বনভূমি সুস্থ নেই। ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় বাডস হাই স্কুলে হবিগঞ্জের হাওর, বনভূমি ও নদ-নদীর উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা শীর্ষক আলোচনায় বক্তাগণ এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) খোয়াই রিভার ওয়াটারকিপার, প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে ও প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের সমন্বয়কারী সজিব চন্দ্র গোপের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাডস কেজি এন্ড হাই স্কুল এর প্রিন্সিপাল মো: নূর উদ্দিন জাহাঙ্গীর, পরিবেশকর্মী শাহীন চৌধুরী, শিক্ষক তুলনা দেব, স্বর্ণা গোপ, ভারতী মিত্র, ইমরাতুল জাহান, মাহমুদা আক্তার প্রমূখ। বক্তাগণ পরিবেশগত বিপর্যয়ে জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণে নিশ্চিত এর দাবি জানান। বিজ্ঞপ্তি