নিজস্ব প্রতিনিধি ॥ ব্যস্ত শহর শায়েস্তাগঞ্জে হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শহরের বিভিন্ন স্থানে চুরি সংঘটিত হলেও চোররা রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে। অনেকে রাত জেগে ঘর পাহারা দিচ্ছেন। এ অবস্থায় শহরের বাসিন্দারা দুর্বিষহ জীবন যাপন করছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনে দুপুরে চোরের দল শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুুল সুনাম এলাকায় আবু তাহের মাস্টারের ভাড়াটিয়া রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিশু আক্তারের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত করে। চোরেরা বাসার গ্রিল ও দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। এরকম চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এভাবে শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটলেও ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে সংঘবদ্ধ চোর চক্র। চুরির ঘটনায় শহরজুড়ে চোর আতঙ্ক দেখা দিয়েছে। চোরদের হাত রক্ষা পেতে অনেকে রাত জেগে ঘর পাহারা দিচ্ছেন।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল জানান, দিনে দুপুরে চুরির ঘটনায় লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনার খবর পাওয়া যাচ্ছে। লোকজনের মনে স্বস্তি ফেরাতে দ্রুত চিহ্নিত চোরদের গ্রেফতারের দাবি জানান তিনি।
থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চোরসহ অপরাধীরা রেহাই পাবে না।