মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে “রেহানা আক্তার রেহানা” নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডির আড়ালে থাকা সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে মাধবপুর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের আজব আলীর পুত্র। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নারী সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও মানহানিকর পোস্ট দিয়ে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালাতেন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুয়া আইডির ব্যবহারকারীকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অনলাইনে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করছিলেন ওই যুবক। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের জন্য একটি সতর্ক বার্তা।