জুবায়ের আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে মাছ ধরতে যাবার পথে ট্রেনে কাটা পড়ে চেরাগ আলী (৭০) নামের এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চেরাগ আলী কালুটুলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেরাগ আলী কানে কম শুনে। বৃষ্টির সময় রেললাইনের উপর দিয়ে মাছ ধরতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।