সুমন আহমেদ বিজয় ॥ লাখাই থানা পুলিশ ইয়াবা সহ দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের কদর আলীর ছেলে তোফাজ্জুল হোসেন (২৬) ও একই গ্রামের মোঃ লিবাছ মিয়ার ছেলে সজল মিয়া (২২)।
এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন- শনিবার বিকালে মোড়াকরি গ্রামের ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোপাল দাসের দোকানের সামনে রাস্তা থেকে আসামীদের হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।