বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বক্তারপুর বাজারের জায়গা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বক্তারপুর বাজারে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একজন দানশীল ব্যক্তি গ্রামবাসীর সুবিধার্থে মাদ্রাসা ও ঈদগাহ এর জন্য বক্তারপুর বাজারের জায়গাটি দান করে যান। পরবর্তীতে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিমের পঞ্চায়েত ও গ্রামের মুরুব্বি মুক্তার হোসেন এর পঞ্চায়েত বসে জায়গাটি দুই পঞ্চায়েত এর মধ্যে বন্টন করে দেন। কিন্তু হঠাৎ করে আব্দুল করিম মেম্বারের লোকজন প্রভাব দেখিয়ে ওই জায়গার মালিকানা দাবী করেন। এ নিয়ে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আশংকাজনক অবস্থায় জুয়েল মিয়া (৩৫) ও বিল্লাল মিয়া (৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় মুক্তার হোসেন ও আহাদ মিয়া নামে দু’জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বক্তারপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।