
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া ডায়বেটিস হাসপাতালের পেছনের পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় নবজাতকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
সদর থানার ওসি কেএম সাহাবুদ্দিন শাহীন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com