স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সদর থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- আওয়ামী লীগ নেতা হোসাইন আহমেদ রেজা ও তোরাব আলী এবং শহরের হরিপুরের মৃত আমির হোসেনের ছেলে আলী হোসেন।