নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ‘নবীগঞ্জ পৌর মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে নবীগঞ্জ জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় পৌরসভার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৭৩৬ জন শিক্ষার্থী আবেদনের সুযোগ পায়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫৮৬ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৫৬ জনকে এই বৃত্তি প্রদান করা হবে।
কর্তৃপক্ষ জানায়, ৩য় শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে ২ জন করে ট্যালেন্টপুল ও ৩ জন করে সাধারণ মেধা বৃত্তি প্রদান করা হবে। এছাড়া নবম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে ২ জন করে ট্যালেন্টপুল ও ৫ জন করে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন মেধা বৃত্তি কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, দারুল হিকমা দাখিল মাদ্রাসার সুপার লুৎফুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল হক এবং হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের অপব্যবহার ও আসক্তি এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি মনোবল বৃদ্ধি করবে এবং তাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য করে তুলবে।