
নিজস্ব প্রতিনিধি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল-এর ২০২৫-২৬ মেয়াদের বোর্ড অব ডিরেক্টর গঠন করা হয়েছে।
কমিটির নেতৃবৃন্দ হলেন- রোটারিয়ান মোঃ নোমান খান পিএইচএফ প্রেসিডেন্ট, রোটারিয়ান সৈয়দ নজরুল হাসান সেক্রেটারী, প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সম্মানিত সদস্য, রোটারিয়ান মনির হোসেন পিএইচএফ আইপিপি, রোটারিয়ান নুরউদ্দিন জাহাঙ্গীর পিএইচএফ প্রেসিডেন্ট ইলেক্ট, রোটারিয়ান ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ পিএইচএফ, রোটারিয়ান পিপি অ্যাডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল হক জয়েন্ট সেক্রেটারী, রোটারিয়ান মোঃ দেওয়ান মিয়া ট্রেজারার, রোটারিয়ান পিপি তাহমিনা বেগম গিনি ডিরেক্টর ক্লাব সার্ভিস, রোটারিয়ান বীরেন্দ্র লাল রায় ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস, রোটারিয়ান পিপি মোঃ শরীফ উল্লাহ ডিরেক্টর কমিউনিটি সার্ভিস,
রোটারিয়ান পিপি ডাঃ মোঃ জমির আলী পিএইচএফ ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস, রোটারিয়ান পিপি হাফিজুর রহমান ডিরেক্টর ইয়ুথ সার্ভিস, রোটারিয়ান শিউলী রানী দাশ পিএইচএফ সার্জেন্ট এট আর্মস, রোটারিয়ান পিপি এম তবারক এ লস্কর ক্লাব ফ্যাসিলিটেটর।
আজ ১ জুলাই থেকে এই বোর্ড অব ডিরেক্টরস দায়িত্ব পালন করবে।