রোটারি বর্ষ উপলক্ষে হবিগঞ্জে প্রেস কনফারেন্স
স্টাফ রিপোর্টার ॥ রোটারি ইন্টারন্যাশনালের নতুন কার্যবছর ২০২৫-২৬ শুরুর প্রাক্কালে গতকাল হবিগঞ্জ প্রেস ক্লাবে এক বিশেষ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের রোটারি ক্লাবসমূহের উদ্যোগে আয়োজিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন রোটারিয়ান এস.এম মহসীন চৌধুরী, প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব হবিগঞ্জ ও এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর, ডি-৬৫, বাংলাদেশ ও রোটারিয়ান আজিজুর রহমান, প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এবং রোটাঃ মোঃ মনির হোসেন, প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি রোটারিয়ান এম.তবারক এ. লস্কর।

তিনি বলেন, “রোটারি কোনো পদমর্যাদা ভিত্তিক সংগঠন নয়, এটি বিশ্বব্যাপী মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক আন্দোলন। ১৯০৫ সালে শিকাগো শহরে পল হ্যারিসের নেতৃত্বে গঠিত রোটারি বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এর মূলমন্ত্র- ‘নিজস্বার্থের ঊর্ধ্বে সেবা’।

লিখিত বক্তব্যে তিনি রোটারির বৈশ্বিক কর্মসূচি উল্লেখ করে বলেন, “রোটারির নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ ২০০৬ সাল থেকেই পোলিওমুক্ত। বর্তমানে এটি কেবল পাকিস্তান ও আফগানিস্তানে সীমিত। আশা করা যাচ্ছে, রোটারির উদ্যোগে বিশ্ব থেকে পোলিও পুরোপুরি নির্মূল হবে।” তিনি আরও জানান, রোটারী হবিগঞ্জ শহরে প্রায় ৩৪ বছর ধরে বিভিন্ন মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৬ সালে হবিগঞ্জে আরও দুইটি ক্লাব রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই ও রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল প্রতিষ্ঠার মাধ্যমে এবং রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ, রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই, ইন্টার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ, ইন্টার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াইসহ ২০০ রোটারী পরিবারের সদস্যদের মাধ্যমে সারা জেলা ব্যাপী মানবের কল্যাণে সারাবছর ব্যাপী অবিরাম কাজ করে যাচ্ছে। প্রতিটি ক্লাব স্থানীয়ভাবে গৃহহীনদের ঘর নির্মাণ, বৃক্ষরোপণ, বন্যার্তদের ত্রাণ বিতরণ, রোটারী ব্লাড ব্যাংক সেবাদান কাযক্রম, সেলাইমেশিন বিতরণ, ক্যান্সার আক্রান্ত রোগীর সহায়তা, পিঠাপুলী উৎসব, রোটারী লাইব্রেরী, ঈদ ও পূজায় বস্ত্র ও খাদ্য বিতরণ, তালগাছ ও তালবীজ রোপণ, মেডিকেল ক্যাম্প প্রকল্পসহ নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

রোটারীর শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি, শিক্ষা উপকরণ বিতরণ, ও স্কুল স্থাপন। স্বাস্থ্য খাতে রয়েছে চক্ষু শিবির, টিকাদান, রক্তদান এবং জনসচেতনতা কর্মসূচি। পরিবেশ রক্ষায় স্যানিটেশন উন্নয়ন, বিশুদ্ধ পানির সরবরাহ, দুর্যোগকালীন সহায়তা এবং বৃক্ষরোপণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নবীনদের মধ্যে নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাবগুলো বিশেষ ভূমিকা রাখছে।

২০২৫-২৬ রোটারি বর্ষের আন্তর্জাতিক থিম ঘোষণা করা হয়েছে- যার বাংলা ভাবানুবাদ-“কল্যাণের পথে মিলি একসাথে”। এই আহ্বানকে সামনে রেখে রোটারিয়ানরা একটি মানবিক, শান্তিপূর্ণ, শিক্ষিত ও পরিবেশবান্ধব সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।